Alokito Bangladesh Foundation

হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে কুরবানীর মাংস বিতরন

16 Sep, 2017 Tags:  Zahid

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ও সিন্দু্র্না ইউনিয়নে পৃথক দুটি স্হানে শনিবার দুপুরে বানভাসিদের মাঝে মাংস বিতরন করেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন।
 
 
এসময় আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিগন উপস্হিত ছিলেন। এসময় বিশেষ মুনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি মানসিক শান্তি দেয় এবং ঈদ আনন্দকে বাড়িয়ে দেয় বলে সংক্ষিপ এক প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক জানান।
Name User
April 12th
Back